অবতক খবর,৩ অক্টোবর: ভবানীপুর কেন্দ্রে অনেকটাই এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসাত কলোনি মোড়ে, আবির খেলে,মিছিল করে বিজয়োৎসব পালন করছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। অন্যদিকেভবানীপুরের তৃণমূল কর্মী, সমর্থকদের উল্লাস। দলনেত্রীর জয়ের আশায় কালীঘাটে উৎসবে মাতলেন তৃণমূল কর্মীরা। উড়ছে সবুজ আবির।