অবতক খবর,১২ জানুয়ারি: ১৮৬৩ সালের ১২ জানুয়ারি, মকর সংক্রান্তির দিন সকাল ৬টা ৩৩ মিনিটে কলকাতার শিমুলিয়া পল্লিতে স্বামী বিবেকানন্দ জন্ম গ্রহন করেন । তিনি ছিলেন দানশীল এবং সামাজিক ও ধর্মীয় চিন্তার ক্ষেত্রে প্রগতিবাদী । তাঁর নামকরণ করা হয় নরেন্দ্রনাথ দত্ত । তাঁর ডাক নাম বিলে ।

১২ ই জানুয়ারী ২০২২ স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্ম বার্ষিকী সেই উপলক্ষে আজ বারাসাত চাপাডালি মোড় এ বিবেক পার্কে স্বামী বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করেন বারাসাত পৌরসভার পৌর প্রশাসক সুনীল মুখার্জী। পাশাপাশি কোভিদ বিধি মেনে স্বল্প পরিমাণ লোকজন নিয়ে অনুষ্ঠান পালন করা হয়।