অবতক খবর,৯ নভেম্বরঃ কোনরকম পরিকাঠামো ছাড়াই বারাসাত নারায়ণা হাসপাতালে গ্যারেজের নাম করে রোগী ও রোগীর পরিবারের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদ করলে নারায়ণা হাসপাতালের অনুপ ভাদুড়ী নামে এক কর্মী রোগী এবং রোগীর আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করে বলেও অভিযোগ।
শুধু তাই নয় অনুপ ভাদুড়ি কোনরকম প্ররোচনা ছাড়াই রোগীর পরিবারদের সঙ্গে বেশ কয়েকমাস ধরে লাগাতার দুর্ব্যবহার করে চলেছেন বলেও অভিযোগ উঠেছে। যদিও বুধবার এই অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণা হাসপাতালের ওই কর্মী। এবিষয়ে বারাসাত পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বাস্থ্য অভিজিৎ নাগ চৌধুরী জানান নারায়না হাসপাতাল ও ওই কর্মীর বিরুদ্ধে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা থেকে শুরু করে বহু অভিযোগ রয়েছে। যেভাবে গ্যারেজের নাম করে টাকা তোলা হচ্ছে তা কোনোভাবেই উচিত নয় বলেও জানান তিনি ।