অবতক খবর,২৬ মার্চ: বারাসাত স্টেডিয়াম কে আন্তর্জাতিক মানের ক্রীড়াঙ্গন তৈরি করতে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এলেন সরেজমিনে মাঠ পরিদর্শন করতে।
সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ ও সাংসদ পার্থ ভৌমিক এবং প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
মাঠের ঘাস ও মাটি পরীক্ষা করে অরুপ বিশ্বাস জানালেন, কোলকাতা ফুটবল লীগের গুরুত্বপূর্ণ খেলা বারাসাত স্টেডিয়ামে করার উপযুক্ত করে তৈরী করা হবে। জাতীয় ও আন্তর্জাতিক মানের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এই স্টেডিয়ামে হবে। খুব শীঘ্রই কাজ সমাপ্ত হবে।জুলাই মাসেই বারাসাত স্টেডিয়াম আন্তর্জাতিক মানের তৈরি হবে ….