সুদেষ্ণা মন্ডল ::অবতক খবর :: ১০ই,ডিসেম্বর :: দক্ষিণ ২৪ পরগনা: :: দিনের পর দিন বেড়েই চলেছে পেঁয়াজের দাম। সরকারি উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে দরকারি উদ্যোগে পেঁয়াজ বিক্রি হলেও তা চাহিদার তুলনায় যথেষ্ট কম। তাই এই সুযোগে কিছু কালোবাজারি দিনের পর দিন পেঁয়াজের দাম বাড়িয়ে চলেছেন। ফলে সমস্যা বাড়ছে মধ্যবিত্তের হেঁসেলে।

এবার বারুইপুর শহরে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে আসরে নামলেন খোদ জেলাশাসক পি উলগানাথন। মঙ্গলবার সকালে এসডিও বারুইপুর দেবারতি সরকার, পুলিশ কর্মী ও বারুইপুর পুরসভার আধিকারিক সহ টাস্ক ফোর্স এর সদস্যদের নিয়ে বারুইপুর কাছারি বাজারে আসেন। সেখানে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেন। বাজারে পেঁয়াজের চাহিদা ও যোগানের কথা শোনেন।

এই সুযোগে কারা কারা কালো বাজারি করছেন সে বিষয়ে ও খবর নেন তিনি। পাশাপাশি সুফল বাংলা কাউন্টারে ও যান জেলাশাসক। সেখানে সঠিক ভাবে সরকার নির্ধারিত মুল্যে সমস্ত কিছু বিক্রি হচ্ছে কিনা সেটা ও ক্ষতিয়ে দেখেন তিনি। জেলাশাসকের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষজন।