সুদেষ্ণা মন্ডল :: অবতক খবর :: ২২শে,ডিসেম্বর ::দক্ষিণ ২৪ পরগনা :: বারুইপুর জেলা পুলিশের উদ্যোগে ঝড়খালী কোষ্টাল থানার পক্ষ থেকে সুন্দরবনের ঝড়খালী তে প্লাস্টিক মুক্ত করা ডাক দিলেন।
শনিবার সকালে ঝড়খালী সমবায় মোড় থেকে ঝড়খালী জেটি ঘাট পযন্ত্য স্কুলের ছাত্র ছাত্রী, সিভিক ভলেন্টিয়াররা, স্থানীয় স্থানীয় পঞ্চায়েতের সদস্য ও বনদপ্তরে আধিকারিক দের নিয়ে ঝড়খালী কোষ্টাল থানায় আধিকারিক প্রশান্ত দাসের নেতৃত্বে একটি র্যালি করলেন।
সমাজকে প্লাস্টিক মুক্তির ডাক দিলেন এমনকি এই প্লাস্টিকের মাধ্যমে সুন্দবনের জঙ্গল যে ধ্বংস হচ্ছে তার জন্য প্লাস্টিক দায়ী। সেই কারনে আজ থেকে সুন্দরবনে ঘুরতে আসা পয’টকরা যাতে প্লাস্টিক ব্যবহার না করে সেই দিকেও নজর দিতে হবে।