১১আগস্ট অগ্নিহোত্রী বালক ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। মৃত্যুঞ্জয়ী শহিদের প্রতি শ্রদ্ধা
বারুদ বালক৷৷
তমাল সাহা ৷৷
জন্মেই বালক দেখে
মায়ের শরীর জুড়ে চাবুকের দাগ
বালক ভাবে,এ কোন জন্মভূমি
আগ্নেয় বুকে ফুঁসে ওঠে বিদ্রোহী রাগ।
আলসেমির হাই ছুড়ে ফেলে দিয়ে
তাকিয়েছে বালক আকাশের দিকে–
বিপন্ন বাতাস হামলায় মেঘ
বারংবার আছড়ে পড়ে তার মুখে।
বিনিদ্র নক্ষত্র জাগে,
ঘুমের দেশে যায়নি বালক
হাতে তুলে নিয়েছে বাঁশি
বিষাদ মধুর সে বাঁশিতে বেজেছে সুর
ফাঁসি… ফাঁসি… ফাঁসি।
বালক খুঁজে ফেরে
কোথায় স্বদেশ-স্বভূমি স্বাধীনতা
অস্তগামী আলোয় স্নান সেরে আকাশ
বুকের গোপন গভীরে লুকিয়ে রাখে
ভোরের সবিতা।
বালক নেমে পড়ে মাঠে,
কপালে ছুঁয়েছে জন্মভূমির মাটি
ক্ষিপ্র বালক বারুদ মাখে হাতে
ক্রোধে আগুন,
নিজেই এক মারণযজ্ঞের ঘাঁটি।
হাতে তুলে নেয় গভীর প্রেম
বিস্ফোরক বোমা
বালক জানে বোমার অনন্য অভিঘাত
বোমা উচ্চারণে যুক্ত থাকে
অবিস্মরণীয় মা!মা!
আকাশে আজো ঘনায় মেঘ–
বাতাসে ওড়ে সব মৃত পাখির পালক
রাত্রির তমসায় স্বদেশ ডেকে যায়
মাটিতে জমে বিস্ফোরক
ফিরে আয়, ফিরে আয় বারুদ-বালক।