অবতক খবর,৫ জানুয়ারিঃ মহিলা টোটো চালক নিজের আত্মবিশ্বাসের ওপর ভর করে দাপটের সঙ্গে বালি বিধানসভা অঞ্চলে টোটো চালিয়ে নিজের এবং সংসারের খরচ চালাচ্ছে।

এক কথায় বলতে গেলে টোটো রানী বলা যেতে পারে এই মহিলা টোটো চালক কে যার নাম প্রিয়া দাস। বালি বিধানসভা অঞ্চলে চারটি ভালো টোটো স্ট্যান্ড আছে তার একটাতেও জায়গা পায়নি এই প্রিয়া দাস। তবে তিনি আত্মবিশ্বাস হারাননি, সকাল সাতটা থেকে নেমে পড়েন রাস্তায় মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়াই হচ্ছে তার কাজ। তিনি যেমনভাবে টোটো চালান তার সঙ্গে সঙ্গে তার পরিবারটাকেও চালান। এই একটাই মহিলা যার কাঁধের উপর ভরসা করে বসে রয়েছেন তার ঠাকুমা তার বাবা এবং দুই ছেলে। বড় ছেলে এমএ পড়ছেন ছোট ছেলে ক্লাস সেভেনে বাবা রিটায়ার করেছেন তার কোন কাজ নেই এবং অসুস্থ ঠাকুমাকে সঙ্গে নিয়ে তার সংসার। এই সংসারটাও এই টোটো চালিয়ে তিনি পরিপূর্ণ করছেন। কিভাবে করছেন শুনে নেব তার মুখ থেকে।

বালির বিধায়ক জানিয়েছেন সাধুবাদ এই টোটো চালক বোনের প্রতি এবং সবরকম সাহায্য করার আশ্বাসও দিয়েছেন তিনি যদি কোন রকম দরকার পড়ে তার কাছে যাবার অনুরোধ জানিয়েছেন বালির বিধায়ক। এছাড়াও সাধারন মানুষরা জানাচ্ছেন যে এই চিন্তা ভাবনা খুব উন্নতমানের পুরুষ মহিলা আলাদাভাবে নয়, একসঙ্গে এবং কাঁধে কাঁধ মিলিয়ে যাতে করে কাজ করতে পারে সেই জায়গাটা সেই সংস্কৃতি যেন সর্ব মানুষের মধ্যে দেখা যায় এবং মহিলা টোটো চালককে সাধুবাদ জানিয়েছেন তার যাত্রীরা।