অবতক খবর,১৬ ফেব্রুয়ারী : বালি পাচার রুখতে সর্বদা নজরদারি চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ। তবুও পুলিশের নজর এড়িয়ে বালি পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। তবে শেষমেশ বালি পাচারের আগেই পুলিশের হাতে ধরা পড়ল বালি বোঝাই ট্রাক্টর। আবারও বালি পাচার রুখল সদাইপুর থানার পুলিস।
আজ ভোরে গোপন সুত্রে খবর পেয়ে সদাইপুর থানা এলাকার রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের চিনপাই বাইপাশে তিনটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে সদাইপুর থানার পুলিস। কিন্তু গাড়ির চালকরা ট্র্যাক্টর দাঁড় করিয়ে পুলিশকে দেখে চম্পট দেয়। পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ বালি বোঝাই ট্রাক্টর গুলো দুবরাজপুরের দিক থেকে সিউড়ির যাচ্ছিল। তখনই খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ ট্র্যাক্টর গুলো আটক করে। ঐ তিনটি বালি বোঝাই ট্রাক্টর থানায় নিয়ে আসে পুলিশ।