অবতক খবর,২২ জানুয়ারি: দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট শহরের শিক্ষিকা সোমা মুখার্জি ক্ষুদ্র নেতাজি মূর্তি তৈরি করে তাঁক লাগালেন। মাত্র ২.৩ সেন্টিমিটার নেতাজি মূর্তি তৈরি করতে তার সময় লেগেছে মাসের মত বলে জানান সোমা মুখার্জি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে সোমা দেবী এই ক্ষুদ্র মূর্তি তৈরি করেছেন বলে সোমা মুখার্জি জানিয়েছেন।
মূর্তি তৈরির এঁটেল মাটি,সাধারণ জলরং,ও ইলেকট্রিক তার এই মূর্তি তৈরির সরঞ্জাম হিসেবে ব্যবহার করা হয়েছে। এর আগেও সোমা মুখার্জি গান্ধীজীর ক্ষুদ্র মূর্তি,দেবী দুর্গার মূর্তি সহ বিভিন্ন বিষয়ে ক্ষুদ্র মূর্তি তৈরি করে তাঁক লাগিয়ে ছিলেন। যে কারণে তার নাম ইন্ডিয়া বুক অব রেকর্ডসেও নথিভূক্ত রয়েছে। এবার তিনি মাত্র ২.৩ সেন্টিমিটার নেতাজী সুভাষ এর মূর্তি তৈরি করে তিনি তাঁক লাগালেন।