অবতক খবর , শিব শংকর ,বালুরঘাট :- বিভিন্ন দাবি-দাওয়ার ভিত্তিতে বালুরঘাট কৃষি ভবনে ডেপুটেশন দিল বিজেপির কৃষাণ মোর্চা। বৃহস্পতিবার বালুরঘাট বিজেপি কার্যালয় থেকে একটি মিছিল বের করে কিষান মোর্চা।

এরপর মিছিলটি সারা শহর পরিক্রমা করে বালুরঘাট কৃষি ভবনের সামনে আসে। সেখানেই আলু বীজের কালবাজারি বন্ধ, সরকারি সঠিক মূল্যে ধান কেনা সহ একাধিক দাবিতে ডেপুটেশন দেন তারা।

দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি কৃষাণ মোর্চার সভাপতি শংকর দাস লাহা জানান সঠিক মূল্য ধান ক্রয়, আলু বীজের কালোবাজারি বন্ধ সহ আট দফা দাবিতে এদিন কৃষি ভবনে ডেপুটেশন দেওয়া হচ্ছে। এরপরেও সরকার কোন ব্যবস্থা না নিলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।