নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১১ই,ডিসেম্বর :: বালুরঘাট :: কারাগারে বন্দীরা বাইরের জগতের সাথে বিচ্ছিন্ন থাকে। তাই অনেক কিছুর সম্পর্কে তাদের সচেতনতা থাকে না।কারাগারে কিংবা বন্দীদশা শেষ হবার পর এই বন্দীরা অসুরক্ষিত যৌন মিলনে লিপ্ত হয়ে যৌন রোগে আক্রান্ত হয়ে পরে।
তাই সংশোধনাগারে বন্দীদের মধ্যে বিভিন্ন যৌন রোগ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে উদ্যোগ নিলো দক্ষিণ দিনাজপুর স্বাস্থ্য দপ্তর ও বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার কতৃপক্ষ।
সেই উপলক্ষ্যে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে একটি সচেতনতা শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। আজ এই শিবিরে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দীর বিভিন্ন বন্দীদের বিভিন্ন যৌন রোগ সম্পর্কে অবগত করা হয় |
বিভিন্ন যৌন রোগ থেকে বাঁচতে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কে সচেতন করা হয়। সংশোধনাগারের বন্দীদের বিভিন্ন যৌন রোগ সম্পর্কে সচেতন করতে জেলা স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার সাধারন মানুষ।