অবতক খবর,২১ মার্চ,মালদা:- বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশু নির্যাতন ও পাচার ঠেকানোর ক্ষেত্রে জেলা পুলিশ ও প্রশাসনের ব্যবস্থাপনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো মালদায়। শুক্রবার দুপুরে মালদা পুলিশ লাইনের কনফারেন্স হলে এই সামাজিক গঠনমূলক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। যেখানে সামাজিক সচেতনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত পুলিশ আধিকারিক ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি মতামত বিনিময় করা হয়। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, কলকাতার ভবানী ভবনের সরকারি পাবলিক প্রসিডিউটার দেব রঞ্জন ব্যানার্জি, জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন অম্বরিশ বর্মন, সংশ্লিষ্ট দপ্তরের চাইল্ড প্রটেকশন অফিসার সুখেন্দু শেখর জানা সহ অন্যান্যরা। এদিন জেলার প্রতিটি থানার বেশ কিছু পুলিশ আধিকারিকেরাও উপস্থিত হয়েছিলেন।