অবতক খবর,২ নভেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:বাল্যবিবাহ রোধ ও শিশু নিরাপত্তা নিয়ে তিনদিনের সচেতনতামূলক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে মন্তেশ্বরে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনের এই প্রশিক্ষণ শিবিরে এলাকার বাছাই করা ২৬ জন স্বয়ংম্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে ছিলেন ব্লকের দুই প্রশিক্ষক ও জেলা থেকে আসা এক প্রশিক্ষক। জেলা থেকে আসায় প্রশিক্ষক জানান নানান ভাবে সচেতনতা সত্বেও বিভিন্ন এলাকায় এখনো ঘটে চলেছে বাল্যবিবাহ সেই সঙ্গে শিশু নির্যাতনের ঘটনাও উঠে আসছে বারবার। শিশু পাচার , শিশুকে যৌন নির্যাতন প্রভৃতি ঘটনাগুলি যাতে সমাজে না ঘটে সে বিষয়ে সমাজকে আরো সচেতন করার প্রয়োজন। কারণেই স্বনির্ভর গোষ্ঠীর মধ্য থেকে বাছাই করা এ বিষয়ে সামাজিক সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মহিলারা তারা নিজে নিজেও স্বনির্ভর গোষ্ঠীকে সচেতন করার পাশাপাশি এলাকার মানুষজনকেও সচেতন করবেন এই ধরনের ঘটনা সমাজে না ঘটে।

প্রশিক্ষণ পাওয়া স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা জানান এই ধরনের সমস্যা সমাজে কতখানি ক্ষতিকারক তা হাতে-কলমে বোঝানো হচ্ছে আমাদের এই প্রশিক্ষণ নিয়ে আমরা এলাকার মানুষজনকে যতটা সম্ভব সচেতন করে তুলব।