অবতক খবর,৮ ডিসেম্বর,নদীয়া:- বিএসএফ দের পক্ষ থেকে স্বর্ণ জয়ন্তী নপালন করে নদীয়া জেলার সেক্টর হেডকোয়ার্টার ।এখান থেকেই নতুন একটি উদোগ নিলে B S F ,১৯৭১ এর পাকিস্থান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন ভারত। তৎকালীন প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী সর্ব শক্তি দিয়ে সহযোগিতা করেন বাংলাদেশকে ।
তবে ১৯৭১ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন ভারতীয় সীমা সুরক্ষার বহু ভারতীয় জওয়ান এবং সেই যুদ্ধে শহীদ ও হয়েছিলেন। সময় যাবার সাথে সাথে অনেকেই এই ইতিহাস থেকে দূরে চলেগেছে তাই এই বিশেষ দিনটি পালন। অনেকেই জানে না বাংলাদেশ স্বাধিনতা হবার পেছনে ভারতের সেনাবাহিনী ও সাধারণ মানুষের বলিদান।
বি এস এফের তরফ থেকে সাধারণ মানুষের মধ্যে একটি এওয়ার্নেশ কর্মসূচি করেন , তথা সাধারণ মানুষের মধ্যে সেই বার্তা তুলে ধরেন বলে জানান বিএসএফের ডিআইজি অম্বরিশ কুমার আরিয়া। ৩ রা ডিসেম্বর কলকাতা থেকে চালু করে চারটি চলমান মিউজিয়াম গাড়ী আর আজ নদীয়া জেলার চাপড়ার সীমানগর থেকে ফের শুরু হলো এই রিয়েলিটি ,২১ শে ডিসেম্বর গোহাটি গিয়ে শেষ হবে । চারটি গাড়িতে আছে ১৯৭১ এর যুদ্ধের নানা ঘটনার নথি ও ছবি।
আজ এই গাড়ী গুলি বিভিন্ন বাজারে ও লোকালয়ে গিয়ে সাধারণ মানুষর মাঝে তুলে ধরছেন যে বাংলাদেশ স্বাধীনতা র পেছনে ভারতের কতো অবদান আছে । বি এস এফ্ ও সাধারণ মানুষের মধ্যে শু সম্পর্ক তৈরির একটি প্রয়াস ।এই অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে সুবর্ণ জয়ন্তী নামে।