অবতক খবর,১৮ আগস্ট: প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল।

বর্ধমানে পৌরসভার পৌর বোর্ড গঠনকে কেন্দ্র করে পৌরসভায় বিক্ষোভে সামিল হলো আইনূল বিরোধি খোকন গোষ্ঠী। প্রায় আড়াই বছর পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়র নির্দেশ মতো মঙ্গলবার বর্ধমান পৌরসভায় পাঁচ সদস্যের একটি পৌর বোর্ড গঠন করা হয়। পৌর বোর্ডের চেয়ারম্যান হন প্রনব চট্টোপাধ্যায়,ভায়েস চেয়ারম্যান হন আইনূল হক, আলপনা হালদার এবং সদস্য হন উমা সাঁই শঙ্কশুভ্র ঘোষ।

সিপিএমের প্রাক্তন পৌরপিতা বর্তমান তৃণমূল কংগ্রেসের ভাইস চেয়ারম্যান আইনূল হকের বিরুদ্ধে পৌরসভার সামনে বিক্ষোভে সামিল হন।

বিধায়ক খোকন গোষ্ঠীর আবদুল রব, মিঠু সিং সহ একাধিক তৃণমূল কংগ্রেস কর্মীরা।আইনূল বিরোধী গোষ্ঠীর বিক্ষোভের জেরে ধুন্ধুমার বর্ধমানের পৌরসভা। বিক্ষোভ কারীদের সামাল দিতে ডি এস পি হেড কোয়ার্টার সৌভিক পাত্রর নেতৃত্বে পৌরসভায় সামিল করাহয় বিশাল পুলিশ বাহিনী।