অবতক খবর,সংবাদদাতা ,মুর্শিদাবাদ :-    মুর্শিদাবাদের লালবাগে প্রতিবছরই ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার বেরা উৎসব সাড়ম্বরে সঙ্গে পালন করা হয়। নবাব বংশের সূত্রের খবর থেকে জানা যায় এই বেড়া ভাসান উৎসবের সূচনা করেছিলেন নবাব মুর্শিদকুলি খাঁ। সেই থেকেই ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার বেড়া ভাসানো উৎসব হয়ে আসছে কিন্তু এ বছর করোনা আবহাওয়া বেরা উৎসব হবে কিনা সেটি এখনো পর্যন্ত অনিশ্চয়তার মধ্যেই। নবাব ওয়াসিম আলী মির্জার নাতি , ছোটে নবাব জানান বেড়া ভাষা উৎসবের দিন সেজে উঠতো গোটা শহর নবাবেরা নৌকাবিহার করতেন। চলতো আতশবাজি ও রোশনাই দেখার মত। এই বেড়া ভাসান উৎসবের দিন জেলাশাসক পুলিশ সুপার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হতেন লালবাগ শহরে।
কেন হত এই বেড়া ভাসান উৎসব ? জানা যায় নবাব মুর্শিদকুলি খাঁ জলপথে দিল্লিতে খাজনা পাঠাতেন সেটি যেন লুঠ হয়ে না যায় ,সেই কারণেই সোনার প্রদীপ জ্বালিয়ে পুজো করা হতো। এখনো হাজারদুয়ারির সামনে ঘাট থেকে কলার ভেলার উপর সোনার ও চাঁদির প্রদীপ জ্বালিয়ে পূজা হয়। কলার ভেলায় রংবেরঙের প্রদীপ জ্বালানো হয়। বিভিন্ন ধর্মের মানুষ প্রতিবছরই এই বেড়া ভাসান দেখতে লালবাগ শহরে আসেন , ভালো কেনাবেচা হয় কিন্তু এবার কি হবে চিন্তায় লালবাগের ব্যবসায়ীরা।