অবতক খবর,৩১ মার্চ,মলয় দে,নদীয়া:- বগটুই কাণ্ডে পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন থানার মতো নড়েচড়ে বসে নদীয়ার কৃষ্ণনগর এবং রানাঘাট জেলা পুলিশও। এই দুই জেলা পুলিশের তত্ত্বাবধানে নদীয়ার প্রায় প্রত্যেকটি থানাতেই আগ্নেয়াস্ত্র বোম সকেট উদ্ধার হয়েছে কমবেশি। গ্রেপ্তার এবং মামলা রুজুও হয়েছে বেশকিছু।


এরকমই নদীয়া চাপড়া থানার গতকাল বেদবেরিয়া থেকে উদ্ধার হয় পনেরোটা সকেট এবং বিগত 10 দিনের মধ্যে হাটরা থেকে উদ্ধার হয় চারটে, বহিরগাছি থেকে উদ্ধার হয় বারোটি, এভাবেই মোট 33 টি উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় করতে আসে এবং বোম স্কোয়ার্ডের বিশেষজ্ঞরা। চাপড়া থানার সীমানগরে একটি ফাঁকা মাঠে বোম গুলি নিষ্ক্রিয় করে তারা। উপস্থিত ছিলেন চাপড়া থানার আইসি তুষার কান্তি বিশ্বাস এবং বোম স্কোয়ার্ডের বিশেষজ্ঞগণ।