রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::    গতকাল নিজের টুইট্যার ও ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন স্বয়ং বিগ বি। সেই ভিডিও টি পোস্ট করে তিনি লেখেন “On a mouth organ never ever heard anything like this before ! अद्भुत, अद्भुत, अद्भुत !! ”
ভিডিও টি তে মাউথ অর্গ্যান বাজাতে যে শিল্পীকে দেখা যাচ্ছে সে হাওড়ার উলুবেরিয়ার ফুলেশ্বরের বাসিন্দা শুভ্রনীল।

পারিবারিক সূত্রে খবর স্থানীয় উলুবেরিয়া হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র শুভ্রনীল সরকার। ছোটবেলাতেই তার মাউথ অর্গ্যান বাজানোর হাতেখড়ি। তার বয়স যখন ৫ তখন থেকেই কলকাতার একটি নামি সংগীত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাদ্যযন্ত্র শিখছে সে। এখনো সেই সংস্থার সাথে যুক্ত সে। নিজের সংগীত প্রতিভা দিয়ে ইতিমধ্যে সে জায়গা করে নিয়েছে একটি টিভি চ্যানেলের জনপ্রিয় প্রতিযোগিতার মঞ্চে। এছাড়াও দেশের বিভিন্ন টিভি চ্যানেলে ও সংগীত মঞ্চে তার যন্ত্রের সুরের মূর্ছনায় সে মুগ্ধ করেছে দর্শকদের। তবু বিগ বি র থেকে পাওয়া আশীর্বাদ ও প্রশংসায় সে বিশেষ ভাবে আপ্লুত। এই ঘটনাকে কেন্দ্র করে এখন বহু মানুষের শুভেছা বার্তায় সে আপ্লুত।

এই বিষয়ে শুভ্রনীল জানায় প্রথমে দেখে তার অবিশ্বাস্য লাগে, সে বিশ্বাস করতে পারেনি কিন্তু তার খুব ভালো লাগে। সে আরো জানায় সে ক্ল্যাসিক্যাল শিখেছে দেবকুমার মহাশয়ের কাছ থেকে। এই প্রসঙ্গে তার মা বাসবী সরকার জানান তার ছেলে ৫ বছর বয়স থেকে সংগীত চর্চায় রয়েছে। সে মাউথ অর্গ্যান ছাড়াও গিটার বাজাতে জানে। এখন পিয়ানোতে সংগীত চর্চা করছে। তিনি আরো জানান শুভ্রনীল গান তৈরী ও সুর দিতে চায়। যদি কোনো সংগীত পরিচালক তাকে এই বিষয়ে সাহায্য করে তাহলে সে বড়ো হয়ে এটাকেই তার পেশা করতে চায়। তিনি আরো বলেন গতকাল থেকে যেভাবে অসংখ্য মানুষ তার ছেলেকে অভিনন্দন জানাচ্ছে তাতে তিনি ভীষণ খুশি হয়েছেন।