অবতক খবর,১১ মে: বিজপুর-এর স্বর্ণ ব্যবসায়ীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল বীজপুর পুলিশ প্রশাসন। এবার কাঁচরাপাড়ার স্বর্ণ ব্যবসায়ীরা দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত দোকান খোলা রাখতে পারবেন। আজ এক আলোচনায় এমনই সিদ্ধান্ত নিয়েছেন বীজপুর পুলিশ প্রশাসন। এই খবর মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে কাঁচরাপাড়ার স্বর্ণ ব্যবসায়ীদের।
শনিবার এবং রবিবার সম্পূর্ণ বন্ধ রাখতে হবে সোনার দোকান। উল্লেখ্য,কয়েকদিন আগেই কাঁচরাপাড়া সতীশ নন্দী রোডের এক স্বর্ণ ব্যবসায়ী রাত ৮টা পর্যন্ত দোকান খুলে রেখেছিলেন। পুলিশ ওই দোকানের মালিককে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে সমস্ত স্বর্ণ ব্যবসায়ীরা গিয়ে তাকে ছাড়িয়ে আনেন।
সেই সময় বীজপুর পুলিশ প্রশাসন তাদের জানান যে,সময়সীমা মেনে চলতেই হবে। এই স্বর্ণ ব্যবসায়ী সময়সীমা অতিক্রান্ত করেছেন, যার ফলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সেই সময় স্বর্ণ ব্যবসায়ী এবং পুলিশের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর দুই পক্ষ আলোচনায় বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, স্বর্ণ ব্যবসায়ীরা শনিবার এবং রবিবার দোকান সম্পূর্ণ বন্ধ রাখবেন এবং বাকি পাঁচদিন দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত দোকান খোলা রাখতে পারবেন। স্বর্ণ ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত মেনে নিলেও, একদিকে তারা আতঙ্কে রয়েছেন। তারা বলছেন যে, যে সময় আমাদের দোকান খোলা থাকবে সেই সময়ে শহরের অন্যান্য দোকান বন্ধ থাকে। ফলে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন।
দুপুরের দিকে যদি চুরি,ডাকাতি হয় তবে তার দায় নেবে কে? কারণ সমস্ত দোকানপাট বন্ধ থাকায় অঞ্চল প্রায় জনশূন্য হয়ে পড়ে। এমতাবস্থায় যদি সোনার দোকান খোলা থাকে তবে যে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং দুপুর ১২টা থেকে ৩টের যে সময়, সেটা যদি পরিবর্তন করে বিকেল ৫টা থেকে ৭টা করা হয়,তবে তাদের পক্ষে সুবিধাজনক হয় বলে,জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।