দিল্লিতে কিষান বিদ্রোহ চলছেই। হাড়কাঁপানো‌ শীত কনকনে। তাপমাত্রা কমছে, কিষানের জেদ বাড়ছে…

বিজয়
তমাল সাহা

বর্ষ তো শেষ
আমরা কি নিঃশেষ?
সংগ্রাম কি শেষ হয়
লড়াই তো আছে জারি।

তুচ্ছ শীত,অতিমারি
পারি, আমরা পারি–
যুদ্ধ জয় করে
ফিরবোই বাড়ি।

এতো একার যুদ্ধ নয়
যুদ্ধে জড়িয়ে
সন্তান সন্ততি পরিবার।
এ যুদ্ধে জিততেই হবে
কিছুতেই নয় পরাজয়–
মুখে সোল্লাস ধ্বনি
হাতে বিজয়ীর উপহার।