অবতক খবর,১৬ ডিসেম্বর: গতকাল চাকদহের শিমুরালি মনসাপোতা মাঠে বিজেপির তপশিলি মোর্চার আয়োজনে এক জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি সোজাসুজি ঘোষণা করেন যে, সংখ্যালঘু-সংখ্যাগুরু এই সমস্ত কোন কিছুই আমি মানি না, বুঝিনা তবে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল তিনের সংখ্যা ছাড়িয়ে এগোতে পারবে না।
অর্থাৎ তিনি পরিষ্কার বলে দেন যে,একশর মধ্যে তৃণমূলের জয়ী প্রার্থীর সংখ্যা থাকবে এবং বিজেপিই যে পশ্চিমবঙ্গ বিধানসভা পরিচালনা করবে এটা তাঁর বক্তব্যে উঠে আসে।
অন্যদিকে এই সভাতে ১৪০০ তৃণমূল কর্মীর বিজেপিতে যোগদানের কথা ছিল। কিন্তু স্থানীয় বিজেপি কর্মীরা এতে বিগড়ে যায়,ফলত এদিন যোগদান পর্ব স্থগিত রাখা হয়। এই বিষয়ে মুকুল রায় বলেন যে, তিনি যদি আগে জানতেন যে আজকে কোন যোগদানের অনুষ্ঠান নেই তবে তিনি সভায় আসতেন না।
রাজনৈতিক সূত্রে জানা যায় বর্তমানে যেহেতু বিজেপি রাজনীতিতে শুভেন্দু অধিকারী গুরুত্ব পাচ্ছেন, সেহেতু ওই অঞ্চলের মানুষরা চাইছেন শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করতে। রাজনৈতিক সূত্রে ওই অঞ্চলের মানুষদের সঙ্গে কথা বলে এটিই বোঝা গেছে।
এদিনের সভায় অনুপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার। তিনি কেন অনুপস্থিত ছিলেন এ ব্যাপারে জনসভায় একটু আলোড়ন ওঠে। পরবর্তীতে জগন্নাথ সরকার জানান যে, তাঁর অন্য একটি কর্মসূচি ছিল, এইজন্য তিনি যেতে পারেননি, এর পেছনে অন্য কোন কারণ নেই।
শুভেন্দু অধিকারী একসময়ে মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হলেও বর্তমানে যেভাবে বিজেপি শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দিচ্ছে তাতে কি মুকুল রায়ের গুরুত্ব অনেকটাই কমে যাবে কিনা এ ব্যাপারে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।