অবতক খবর,৫ আগস্টঃ এদিন সকালে কলকাতার রাজপথে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির অপপ্রচার অপচেষ্টা ও চক্রান্তের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ দেখালো রাজ্য প্রদেশ কংগ্রেস। নরেন্দ্র মোদি ও তার দল বিজেপির পক্ষ থেকে প্রতীকি বেঁধে রাখা শিকল ছিঁড়ে বেরিয়ে আসেন জননেতা রাহুল গান্ধী।
লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতালের সামনে,,, এই অভিনব প্রতিবাদ এ সামিল হয়েছিলেন বহু উপদেশ কংগ্রেস কর্মী।
প্রমোদ পান্ডে,সভাপতি, আইএনটিইউসি সেবাদল পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে এদিন অভিযোগ করা হয় দেশব্যাপী রাহুল গান্ধীর জনপ্রিয়তায় শঙ্কিত বিজেপি নেতৃত্ব। তারা রাজনৈতিকভাবে রাহুল গান্ধীকে দুর্বল করতে পারছে না বলে চক্রান্ত করে অন্যায় ভাবে তার সাংসদ পথ খারিজ করে দিয়েছিল। দেশের উচ্চ আদালতের নির্দেশে,, রাহুল গান্ধীর বিরুদ্ধে চক্রান্তের বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। আগামী ২০২৪ এ নরেন্দ্র মোদী ও অমিত সার নেতৃত্বাধীন বিজেপি সরকার কেন্দ্রের সরকারের ক্ষমতা থেকে সরে যাবে। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসসহ বিরোধী রাজনৈতিক দলগুলির জোট ক্ষমতায় আসবে এমনই আসার কথা শোনালেন তিনি।