অবতক খবর,১১ আগস্ট: বিজেপির এক গ্রাম পঞ্চায়েত সদস্যাকে অপহরণের অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
অপহৃতা সদস্যা দিপালী মার্ডি এর মা মরিয়ম মার্ডি গতকাল এবিষয়ে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন।
বিজেপির অভিযোগ আগামী কাল ঐ গ্রাম পঞ্চায়েতে বিজেপির অনাস্থা প্রস্তাবে ভোট রয়েছে।
সেকারণেই তৃণমূল তাদের দলের সদস্যাকে জোর করে আটকে রেখেছে। এবিষয়ে প্রশাসনের দারস্থ হয়েছেন তারা।
অপরদিকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
এদিকে যে সদস্যাকে অপহৃতা বলা হচ্ছে, এদিন তার বক্তব্যের একটি ভিডিও হাতে এসেছে। সেখানে ঐ গ্রাম পঞ্চায়েত সদস্যা দিপালী মার্ডি বলেছেন, তিনি চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে কোলকাতায় রয়েছেন।
প্রসঙ্গত, ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে ২০টি আসনের মধ্যে বিজেপি ১১, টিএমসি ৬ এবং বামফ্রন্ট ৩ টি আসন পেয়ে বিজেপির প্রধান হন মল্লিকা কর্মকার সূত্রধর। পরে প্রধান তৃণমূলে যোগ দেন। সেকারণে বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। আগামী কাল অনাস্থা ভোট রয়েছে।
বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক বাপি সরকার জানান, অনাস্থা জিততে মরিয়া তৃণমূল। সেকারণে বিজেপির এক গ্রাম পঞ্চায়েত সদস্যাকে অপহরণ করেছে।
তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস জানান, তৃণমূল কাউকে অপহরণ করেনি। আসলে ডুবন্ত বিজেপিতে কেউ থাকতে চাইছে না। তৃণমূল যথেষ্ট শক্তিশালী। অনাস্থা প্রস্তাবে প্রধান জয়ী হবেন।