অবতক খবর :: সতীনাথ ভট্টাচার্য :: ১১ই ডিসেম্বর,২০২০:: নৈহাটী ::ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডার গাড়ি ভাঙচুরের পর নৈহাটী রাজেন্দ্রপুর মোড়ে বিজেপি এসসি এসটি ওবিসি মোর্চার পক্ষথেকে পথ অবরোধ হয়।যার ফলে কল্যাণী হাইওয়েতে যানজটের সৃষ্টি হয়।

নৈহাটী থানার তৎপরতায় সেই অবরোধ ওঠে কিন্তু এই মুহূর্তে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।নৈহাটী থানার পুলিশ ঘটনাস্থলে আছে।