অবতক খবর , রণজিৎ মন্ডল , উত্তর দিনাজপুর :- একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এর মুখ কে হবেন তা নিয়ে সাংবাদিকদের ধোঁয়াশায় রাখলেন কেন্দ্রীয় পর্যটন ও সাংস্কৃতিক মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল রায়গঞ্জের এমপি দেবশ্রী চৌধুরী,জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ এক ঝাঁক বিজেপি নেতৃত্ব।

কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল জানান বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করবেন কেন্দ্রীয় নেতৃত্ব , এ বিষয়ে আমি কিছু বলবো না। তবে বাংলা শান্তি এবং সংস্কৃতির জায়গা , সেই শান্তি এবং সংস্কৃতি বজায় রাখতে বিজেপি নির্বাচনে লড়বে। উত্তর বাংলার জনগণ বিগত লোকসভা নির্বাচনে বিজেপি কে ৭ জন এম পি উপহার দিয়েছে।

তিনি আশা করছেন বিজেপি ক্ষমতায় এলে উত্তর বাংলার পর্যটনশিল্পকে এবং সংস্কৃতিকে সুন্দরভাবে গড়ে তোলা হবে।উত্তর বাংলায় পর্যটনের যথেষ্ট সম্ভাবনা আছে ঠিকই কিন্তু শান্তি না থাকলে সেখানে পর্যটকরা আসবেন না। বাংলায় সেই শান্তি ক্ষমতায় এলে বিজেপি বাংলায় প্রতিষ্ঠিত করবে।

পাশাপাশি এদিন সাংবাদিকের একটি প্রশ্নের উত্তরে তিনি জানান রাজ্যসভার তৃণমূল এমপি দীনেশ ত্রিবেদী রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন কারণ তিনি চাপ সহ্য করতে পারছিলেন না।

তৃণমূলের কর্পোরেট রাজনীতি এবং দলীয় কোন্দল এর প্রধান কারণ।বিজেপিতে তাকে স্বাগত জানাবেন , দীনেশ ত্রিবেদী ভালো লোক এ কথা বলেন প্রহ্লাদ সিং পাটেল।