অবতক খবর,১৭ ফেব্রুয়ারী : ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে ২০২১ সালে বোমাবাজির ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইয়ের দেওয়া চার্জসিটের পরিপ্রেক্ষিতে আদালত দুই অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
তার পাশাপাশি দুজনকেই পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার পরেই তৎকালীন সাংসদ অর্জুন সিং জানিয়েছিলেন জগদ্দল এর বিধায়ক সোমনাথ শ্যামের মতেই তৃণমূলের দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালিয়েছে। এমনকি দুই অভিযুক্তের সাজা ঘোষণা হওয়ার পরেও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, তৃণমূলের দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালানোর ঘটনায় এনআইএ অভিযুক্তদের সাজা করাতে পেরেছে।
অন্যদিকে জগদলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেছেন, এই ঘটনার সাথে তৃণমূলের কেউ জড়িত নয়। আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই আইন আইনের কাজ করেছে। যাদের কথা বলা হচ্ছে তারা তৃণমূলের কেউ নয়। অর্জুন সিংয়ের ঘোরোয়া অন্তর্দন্দের জেরেই এই ঘটনা ঘটেছিলো।সেই দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলে বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ প্রিয়াংঙ্গু পান্ডে আজ বলেন, যারা তৎকালীন সংসদের বাড়িতে বোমা মেরেছিল তাদের সাথে ছবি রয়েছে তৃণমূল কাউন্সিলরের ছেলের।সোমনাথ শ্যামের নির্দেশেই দুষ্কৃতীদের এই বাড় বাড়ন্ত ছিলো।বিধায়কের মাথায় পটাশিয়াম কমে গেছে। স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে উনি চিকিৎসা করান। উনার বক্তব্য সাথে বাস্তবের কোন মিল পাচ্ছি না।