অবতক খবর , রাজ্ , হাওড়া :- বিজেপি সায়ন্তন বসুর মন্তব্যকে কটাক্ষ করে পাল্টা বলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তিনি দাবি করেন রাজ্য রাজনীতিতে সায়ন্তন বসুর নাম শোনা যায়নি আগে। সম্প্রতি তিনি তার কুরুচিকর মন্তব্য করে শিরোনামে এসেছেন। আর এই ধরণের কুরুচিপূর্ণ মন্তব্য করছেন শুধুমাত্র সংবাদের শিরোনামে আসার জন্য। মন্ত্রীর আরো দাবি বিজেপির সংস্কৃতি বিভাজন এবং দাঙ্গা লাগানোর কাজ করছে এই রাজ্যে। তার দাবি তৃণমূল কংগ্রেস কর্মীরা সারা বছরই মানুষের পাশে থাকে।
প্রসঙ্গত আজকে সকালে মধ্য হাওড়ার পার্বতী সিনেমার কাছে চায়ে পে চর্চা র একটি অনুষ্ঠানে তিনি বলেন, এই সরকার মরণকালে হরির নাম করছে। সরকারের শ্মশানে যাওয়ার সময় হয়েছে। তার আগে অন্নপ্রাশন করে কি লাভ? তিনি আরও বলেন, ২০১৩ সালে রাজ্য বিধানসভায় একটি আইন পাশ হয়। তাতে বলা হয়েছিল ১৫ দিনের মধ্যে পরিষেবা পাওয়া যাবে। যদি না পাওয়া যায় তাহলে আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ দিনের কর্মসূচি থেকে তিনি প্রশ্ন তোলেন এখনও পর্যন্ত কতজন আধিকারিক এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে?
পশ্চিমবঙ্গ সরকারের নতুন এই কর্মসূচিকে ব্যঙ্গ করে তিনি বলেন, শেষের সময়ে তৃণমূল কর্মীরা যদি যদি ঘরে ঘরে খবর নিতে যান তাহলে ল্যাম্পপোস্টে বেঁধে জনগণ তাদের পেটাবে। তার আরও প্রশ্ন, পঞ্চায়েত এবং পুরসভার থেকে মানুষকে পরিষেবা দেওয়ার কথা থাকলেও বিগত ১০ বছরে তাহলে সরকার কি করেছে? এদিন তিনি ফের দাবি করেন, তৃণমূল জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ২০২১ এ তারাই ক্ষমতায় আসবেন।