অবতক খবর,১৫ এপ্রিল: আজ হাঁসখালি যাচ্ছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি (Fact Finding Committee)। ইতিমধ্যেই রওনা দিয়েছেন তাঁরা। ৪ সদস্যের দলে রয়েছেন উত্তরপ্রদেশের ধৌরহারা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রেখা বর্মা, তামিলনাড়ুর বিধায়ক ও বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনতি শ্রীনিবাসন, বিজেপি নেত্রী খুশবু সুন্দর এবং মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তথ্য অনুসন্ধান কমিটিতে নাম থাকা সত্ত্বেও প্রতিনিধিদলে নেই যোগী আদিত্যনাথ সরকারের শিশুকল্যাণমন্ত্রী বেবিরানি মৌর্য। হাঁসখালি থেকে ফিরে এই কমিটি গণধর্ষণ-খুনের অভিযোগ নিয়ে রিপোর্ট দেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে।
রামপুরহাট হত্যাকাণ্ডের পর নদিয়ার হাঁসখালি গণধর্ষণ-খুনের অভিযোগ নিয়ে, ফের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছে বিজেপি।
পর ঘটনাস্থল ঘুরে গিয়ে জে পি নাড্ডাকে রিপোর্ট দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। বুধবার হাঁসখালিকাণ্ড নিয়েও, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।