অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- গতকাল রাত্রে ১:৪৫ মিনিটে বুকে সংক্রামন হাওয়াই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সভাপতি সুভাষ মন্ডল। সুভাষ বাবু দীর্ঘদিন ধরে বিজেপির জেলা মুখপাত্র ছিলেন। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিজেপি নেতৃত্ব ও কর্মীদের মধ্যে।