অবতক খবর,২৬ জুন: করোনা পরিস্থিতি চলছে, একটি মহামারী চলছে। এরই মধ্যে রাজনৈতিক দাপটে শাসক শ্রেণী তাদের ক্ষমতা প্রদর্শন করছে বলে বর্তমানে বিরোধী বলে সক্রিয় দল বিজেপির এই অভিযোগ।
আজ নৈহাটির অন্তর্গত মালঞ্চ অঞ্চলে বিজেপির পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে মানুষের স্বার্থে কী কী কর্মসূচি নেওয়া যায় এই কারণে। আলোচনা সভা শেষ হওয়ার পর তৃণমূল কর্মীরা যখন বুঝতে পারে জনস্বার্থে বিজেপির এই সক্রিয় উদ্যোগ তখন তারা সেখানে একটি আক্রমণ চালায় বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। এই আক্রমণে আহত হন বিজেপি নেতা এবং সক্রিয় কর্মী তাপস সরকার।
জানা গেছে,অবস্থা এমন গুরুতর যে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় তিনি হাসপাতালে রয়েছেন। তার চিকিৎসা চলছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসক শ্রেণী তার ক্ষমতার দাপটে তাদের তান্ডব চালিয়ে যাচ্ছে,বলে বিজেপির অভিযোগ।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে,এই আক্রমণের নেতৃত্বে রয়েছেন জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কালাচাঁদ। এই নামটি সর্বজনবিদিত। জানা গেছে যে তিনি এই অঞ্চলে তৃণমূলের পক্ষে অত্যন্ত দাপুটে নেতা।