অবতক খবর,২৭ মার্চ,দিনহাটা: বিজেপি কর্মী খুনের মামলায় সিবিআই তদন্ত চলাকালীন আদালতের হেফাজতে থাকা নথিপত্রের বাক্সে জল ঢুকে নথি নষ্ট করার অভিযোগ তুলল খোদ সিবিআই এর আইনজীবী।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের পরের দিন ভোট পরবর্তী হিংসায় দিনহাটার পেটলায় খুন হয় বিজেপি কর্মী হারাধন রায়। বিজেপির তরফ থেকে সেই সময় তৃণমূল কংগ্রেসের আটজন কর্মীকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার গিয়ে পৌঁছয় সিবিআই এর কাছে। আর সেই কেসের মামলায় এবার গুরুত্বপূর্ণ নথি এবং যাবতীয় আলামত কোর্টের মালখানায় জল দিয়ে নষ্ট করার অভিযোগ তুললো খোদ সিবিআই এর আইনজীবী।

সিবিআই এর আইনজীবী কৌশিক ভদ্র বলেন, নথি সাক্ষীদের বয়ান ও সই ও ঘটনার সময়কার উদ্ধার হওয়া যাবতীয় অস্ত্র যে ট্রাঙ্কে করে জিআর কোর্টের মালখানায় সংরক্ষণ করে রাখা হয়েছিল সেই ট্রাঙ্ক গতকাল বিচারপতির উপস্থিতিতে কোর্টরুমে খোলা হয় দেখা যায় জল ঢুকে সমস্ত নথি এবং আলামত নষ্ট হয়ে গিয়েছে।

তিনি আরো বলেন কালকের এই ঘটনার পর তিনি কোর্টের কাছে জানতে চেয়েছেন এই ঘটনা কি করে হয়, যেখানে একটি বিচারাধীন গুরুত্বপূর্ণ মামলার নতি সংরক্ষিত থাকে সেই বাক্সে জল ঢোকে কিভাবে? আর তার সেই জিজ্ঞাসার পর আজ বিচারপতি এই ব্যাপারে জেলা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে কোর্ট চত্বর থেকে জানান তিনি। আর এই ঘটনায় আসামী পক্ষের আইনজীবী আব্দুল জলিল আহমেদ এবং বিবেক দত্ত উভয়েই জানান সিবিআই সময় মত সাক্ষী আদালতে প্রডিউস করতে পারছে না তার জন্যই মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। মামলায় পরবর্তী তারিখ নির্ধারণ হয়েছে আগামী ২ ও ৩ জুন।