জলপাইগুড়ি :: অবতক খবর :: ১৪ জুলাই :: মিছিল পাল্টা মিছিলে সরগরম জলপাইগুড়ি। বন্ধের পক্ষে মিছিল করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার প্রায় ১০০ বিজেপি কর্মী ও নেতা। বিজেপির মিছিল আটকানোয় পুলিশের সাথে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের।
হেমতাবাদে বিজেপি বিধায়কে খুন করেছে তৃণমূল এর প্রতিবাদে আজ উত্তরবঙ্গের ৮ জেলায় বিজেপি ১২ঘন্টার ডাকে। আর এই বন্ধকে ঘিরে জলপাইগুড়িতে ধুমধারাক্কা শুধু হয়। সকাল থেকে বন্ধের পক্ষে জেলার বিভিন্ন প্রান্তে পিকেটিং করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে বিজেপি কর্মীরা। আজ ১২টা নাগাত জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী নেত্বিতে জেলা কার্যালয় থেকে প্রায় ২০০শতাধিক বিজেপি কর্মীদের নিয়ে বন্ধের পক্ষে একটি মিছিল বেড় করে বিজেপি। মিছিলটিকে পুলিশ কদমতলা মোড় এলাকায় আটকে দেয় মিছিল আটকানোয় পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। এর পর পুলিশ প্রায় ৫০ জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন তৃনমুল নেতারা ২৫জন লোকনিয়ে মিছিল করছে আর তাদের পাহাড়া দিচ্ছে ৩০০জন পুলিশ। তৃনমুলের সাথে সাধারণ মানুষনেই। আমাদের বন্ধ সম্পুর্ন সফল। আগামী ছয় মাস পর এই পুলিশ তৃনমুল নেতাদের পেটাবে।