অবতক খবর :: নদীয়া ::     স্বেচ্ছায় রক্ত দান শিবির শান্তিপুর শহরে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে, উপস্থিত ছিলেন নদীয়া জেলা যুব সভাপতি ভাস্কর ঘোষ, জেলা বিজেপি সাধারণ সম্পাদক মনোজ বীন,মন্ডল বিজেপি সভাপতি বিপ্লব কর ও মন্ডল যুব সভাপতি দীনেশ রায় ও অন্যান্য নেতৃত্ব।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে আলোচিত হয় “তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে লক্ষ প্রাণ রক্ত দিলে হয়না ক্ষতি জাগ্রত হোক মানবিক অনুভূতি”।

যুব মোর্চা সভাপতি ভাস্কর ঘোষ জানান মানবজাতি আজ যখন করোনা নামক মহামারীর কবলে সেই সময়েই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে চলছে রক্তের হোলি খেলা যেখানে শাসকদল রক্তের হোলি খেলছে একের পর এক খুন ও নারী নির্যাতনের মধ্যে দিয়ে, ঠিক সেই সময় আজ ভারতীয় জনতা যুব মোর্চা নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার শান্তিপুর শহরে পক্ষথেকে রক্তদানের মাধ্যমে জীবন বাঁচাতে আমরা বদ্ধপরিকর ।” সাধারণ সম্পাদক মনোজ বীন জানান “আমরা মানুষের পাশে ছিলাম আজও আছি, আগামীতেও থাকবো।”

নদীয়া শান্তিপুরের দুজন সক্রিয় কর্মীর স্মৃতির উদ্দেশ্যে আজ শহরেরই গোধূলি লজে আয়োজিত এই রক্তদানে ৩৫ জন রক্ত দাতা রক্তদান করেন বিজেপি কর্মী সমর্থকরা।