অবতাক খবর, সংবাদদাতা :: রাজ্য তৃনমূল সরকার আসার পড় থেকে রাজ্যের কৃষকদের সুবিদার্থে নানা প্রকল্প গ্রহন করছে।যাতে কৃষকেরা কৃষি কাজে এগিয়ে যেতে পারে। সেই মতাবেক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কৃষি দপ্তরের উদ্যোগে শুক্রবার ধনীপুকুর এলাকায় জিরোটিলেজ পদ্ধতিতে বিনা কর্ষনে গম চাষ করা হয়। সময়ের তালে তাল মিয়ে এবং বেশি ফলন পেতে হলে বিজ্ঞান প্রযুক্তির মধ্য দিয়ে চাষাবাদ করা প্রয়জন। সেই মতাবেক রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে প্রতিটি জেলার কৃষি দপ্তরের সহযোগিতায় কৃষকদের নতুন নতুন পদ্ধতি চাষ আবাদ করতে প্রচার চালাচ্ছে।

যেমন এক প্রকার হাতে কলমে শিখিয়ে দিচ্ছে।সেই মতাবেক কালিয়াগঞ্জ কৃষি আধিকারিক গোপাল চন্দ্র ঘোষের উদ্যোগে ধনীপুকুর এলাকায় কার্তিক চন্দ্র দাস,অরুপ দাস নামে কৃষকদের জমিতে জিরো টিলেজ পদ্ধতিতে বিনা কর্ষনে গম চাষ করা হবে ৬০ বিঘা জমিতে। এই কৃষি পদ্ধতিতে চাষ আবাদ করতে যেমন সময় কম লাগবে তেমনি ফসলের পরিমানে বেশিও পাওয়া যাবে। কৃষি দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃষকেরা।