অবতক খবর,২৯ নভেম্বর,কলকাতা: বিজ্ঞান এবং বিশ্বাস’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিলেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ। বুধবার কলকাতার রাজভবনে শুরু হওয়া গ্লোবাল এনার্জি পার্লামেন্টএর 13তম অধিবেশনে অংশ নিয়ে চন্দ্রযান 3 এর সাফল্য ও পরবর্তী প্ল্যানিংয়ের কথা জানিয়েছেন। রাজ্যের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে যে সম্মান দিলেন তাতে তিনি আপ্লুত বলেই এস সোমনাথ জানিয়েছন।

গ্লোবাল এনার্জি পার্লামেন্ট একটি আন্তর্জাতিক সংস্থা। 2010 সালে প্রতিষ্ঠার পর থেকে, GEP যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেশন পরিচালনা করেছে। জিইপি ঈসা বিশ্ব প্রজ্ঞা ট্রাস্ট দ্বারা সংগঠিত, একটি দাতব্য সংস্থা। যা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ECOSOC) পরামর্শমূলক মর্যাদা ধারণ করে।