অবতক খবর,কলকাতা,২৭ মে,সুমিত: এবার বিদিশা দে মজুমদারের বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত অভিনেত্রীর নাম মঞ্জুষা নিয়োগী। আজ সকালে পাটুলির বাড়ি থেকে দেহ উদ্ধার করা হয়। বিদিশার মৃত্যুর পর থেকেই ডিপ্রেশনে ছিলেন মঞ্জুষা এমনটাই দাবি পরিবারের।