অবতক খবর,১৬ ডিসেম্বরঃ মেসির ভক্ত মনে প্রানে, তবু পাল্টাতে হল দল। হয়ে গেলেন এপবাপের ভক্ত,।নীল সাদা আর্জেন্টিনা ছিল প্রিয় দল নীল লাল সাদা ফ্রান্স হল প্রিয় দল।পান্ডুয়ার যুবক কুন্তল ভট্টাচার্যের এমন পরিবর্তনের কারন তার সহধর্মিণী। বাঙালী বাবুর ফরাসী বৌ প্যাট্রিসিয়া। ফ্রান্সের বাসিন্দা প্যাট্রিসিয়াকে মাস পাঁচেক আগে বিয়ে করেন কুন্তল।বলা ভালো সূদুর ফ্রান্স থেকে প্রেমের টানে হুগলির পান্ডুয়ায় চলে আসেন প্যাট্রিসিয়া।সিমলাগড় মন্দিরে বিয়ে করেন তারা।সহধর্মিণীর দেশ বিশ্বকাপে সেমিফাইনে জিতে এখন ফাইনালে নামছে আর্জেন্টিনার বিরুদ্ধে।বিয়ের আগে প্রিয় ফুটলার মেসির দেশ আর্জেন্টিনার সমর্থক হলেও এখন ফ্রান্সকে সমর্থন করছেন শুধুমাত্র সহধর্মিনীর জন্য ।রাত জেগে দুজনে খেলাও দেখছেন।প্যাট্রিসিয়া বলেন এপবাপে গ্রীজম্যান জিরুদের হাতে বিশ্বকাপ উঠবে এবারও।মরক্কোকে হারিয়ে ফাইনালে উঠেছে এবং গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আবারও জিতবে বিশ্বকাপ।
ফরাসীরা বিশ্বকাপ জিততে দৌড়চ্ছে আর সাবেক ফরাস ডাঙা চন্দননগরে উল্লাস হবে না তা হয় নাকি।চন্দননগরের অলিগলি ফ্রান্সের পতাকায় সেজে উঠেছে।এপবাপে গ্রীজম্যানদের জন্য রাত জাগতে প্রস্তুত চন্দননগর।সেই চন্দননগরের মন্ডলবাড়ির বৌমা নেলিনা মন্ডল চাইছেন ফ্রান্সের জয়। বেলজিয়ামে জন্ম নেদারল্যান্ডে বড় হয়ে ওঠা ইউনেসকোতে কর্মসূত্রে প্যারিসে দীর্ঘদিন থাকা।বিয়ের পর চন্দননগরে।নেলিনা বলেন ফ্রান্স জিতুক মন থেকে চাই।