অবতক খবর,২৮ জানুয়ারি: নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহ পুর উচ্চ বিদ্যালয় দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমত চাঞ্চল্য বিদ্যালয় চত্বরে বিদ্যালয় সূত্রে খবর আজ সকালে বিদ্যালয় খোলার সময় নজরে আসে প্রধান শিক্ষকের ঘরের দরজা খোলা।

ভেতরে পাঁচটি আলমারি ভাঙ্গা অবস্থায় রয়েছে আলমারিতে থাকা নগদ বারো হাজার টাকাও গায়েব হয়েছে এই চুরির ঘটনায় শুধু চায় তাই নয় চুরি করে পালানোর সময় নতুন সিসিটিভি ক্যামেরা এবং ডিভিআর মেশিন নিয়ম পালিয়েছে চোরের দল ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র বিদ্ধান্ত জানান তার চাকুরী জীবনে আর চার দিন রয়েছে তারি মধ্যে এই প্রথম বিদ্যালয় এরকম ঘটনা ঘটলো।

শুধু তাই নয় এই চুরির ঘটনায় শান্তিপুর থানা এবং বিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদিও চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই কে বা কারা এই চুরির সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ