অবতক খবর ,সম্পা ভট্টাচার্য : জলপাইগুড়ি :- ফের বিদ্যুৎপৃষ্ঠ হয়ে হাতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানের পর খেরকাটা বস্তিতে মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক মাকনা হাতির।

 

স্থানীয় ও বনদপ্তর সুত্রে জানা গিয়েছে, শনিবার সকালে মফিজুল হক নামে এক ব্যক্তির সুপারি বাগানে ওই হাতিটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে খেরকাটা বিট এবং খুনিয়া রেঞ্জের বনকর্মিরা ঘটনাস্থলে ছুটে আসে। আসে নাগরাকাটা থানার পুলিশ। বনকর্মিরা জানিয়েছে, ওই বাড়িটির চারদিক বিদ্যুতের তার দিয়ে ঘিরে রাখা হয়েছিল।

 

সেখানে ঢুকতে গিয়েই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায় হাতিটি। এর আগেও বামনডাঙ্গা চাবাগানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আরেকটি হাতি মারা গিয়েছিল। এভাবে বেআইনী বিদ্যুৎ সংযোগের ফলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে হাতিটি মারা যাওয়ার ঘটনায় আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন খুনিয়ার রেঞ্জ অফিসার রাজকুমার লায়েক।