অবতক খবর , উত্তর দিনাজপুর : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর পর তিন পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে মহকুমা ও জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে মৃতদের বাড়ি শিয়ালতোর পৌছলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিন পরিবারের সদস্যদের এদিন তিনি ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা সমবেদনা জানান।
পাশাপাশি করিম চৌধুরী বলেন, ঘটনায় একুশ জন জখম হয়েছেন এবং তিন জনের মৃত্যু হয়েছে। এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। রাজ্য সরকারের তরফ থেকে মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা এবং জখম দের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তবে এই ক্ষতিপূরণ কম হওয়ায় তা নিতে চাইছে না অনেকেই এই প্রশ্নে তিনি বলেন, যারা ক্ষতিপূরণ নিতে চাইছিলেন না তাদেরকে আশ্বস্ত করা হয়েছে ।কারণ রাজ্য সরকার বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনার ক্ষেত্রে যেমন ক্ষতিপূরণ দিয়েছেন ইসলামপুরের ক্ষেত্রেও সেইরকমই দিয়েছেন।
অন্যদিকে জেলাশাসক অরবিন্দ কুমার মিনা সাংবাদিকদের বিদ্যুতের হাইটেনশন তারটি নিচে থাকার কারণ নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, সেটি এখনো সেই অবস্থাতেই আছে। কিন্তু একদিকের কাজ শেষ হলেও অন্য দিকের কাজ বাকি রয়ে গেছে। খুব শীঘ্রই সেই কাজ শেষ করা হচ্ছে এবং ওই এলাকা দিয়ে যাতে গাড়ি চলাচল না করে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।