অবতক খবর :: শিলিগুড়ি :: আজ শিলিগুড়ির বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে বাংলার অন্যতম রুপকার ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মদিন পালন করা হল। এই অনুষ্ঠানে বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে মিষ্টি এবং ফল বিতরন করা হল দুস্থদের মধ্যে। এবং বিনামুল্যে চেক আপেরও ব্যাবস্থা করা হল।
অনুষ্ঠানে ডাক্তার বিধান চন্দ্র রায়ের জীবনী নিয়েও আলোচনা করা হয়। বিধান চন্দ্র রায়ের করে যাওয়া কাজে বর্তমান মানুষের যে কতভাবে উপকৃত হচ্ছেন সেটাও আলোচনা করা হয়। রোগীদের প্রতি ডাক্তার বিধান চন্দ্র রায়ের দায়িত্ব এবং কর্তব্য নিয়েও আলোচনা চলে।