অবতক খবর, সংবাদদাতা , উলুবেড়িয়া :: কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে,মমতা বন্দোপাধ্যায় এর নির্দেশে এবং বিধায়ক নির্মল মাঝির উদ্যোগে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেখ আবদুল্লা এবং সাধারণ সম্পাদক সেখ সাইফুল এর নেতৃত্বে ৩০হাজার কর্মী সমর্থকদের নিয়ে এক ঐতিহাসিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল আজ। মিছিলটি শুরু হয় আমতা কলাতলা মোড় থেকেএবং শেষ হয় পীতম্বর মহাবিদ্যালয় পর্যন্ত পৌঁছে ।মিছিলটিতে পুরোই অংশ নেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত শ্রমদপ্তেরর প্রতিমন্ত্রী তথা উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী নির্মল মাঝি।মিছিলে নির্মল মাঝির সাথে পায়ে পা মেলান হাওড়া জেলা পরিষদের সহ:সভাধিপতি অজয় ভট্টাচার্য, কেন্দ্রীয় সভাপতি তপন চক্রবর্তী , জেলা পরিষদের উপাধ্যক্ষ মদন মন্ডল, সুশান্ত বাকুলী,সুশান্ত সাহা সহ বিশিষ্ট নেতৃবৃন্দ।
মিছিল থেকে নির্মল মাঝি জানান আজকের এই ঐতিহাসিক প্রতিবাদ মিছিল বলে দিচ্ছে, ২১শে বিধানসভা নির্বাচনে মমতা বন্দোপাধ্যায় এর নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকছে তৃতীয় বারের জন্য । তবে আজকের এই ঐতিহাসিক প্রতিবাদ মিছিল আগামী বিধানসভা নির্বাচনের আগে কতটুকু ফসল ঘরে তুলতে পারে সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল!