অবতক খবর :: উত্তর দিনাজপুর ::    করোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে লকডাউন। মানুষ কর্মহীন অবস্থায় গৃহবন্দী হয়ে রয়েছে। ফলে সমস্যায় দিন আনা দিন খাওয়া শ্রমজীবী মানুষেরা। তাদের কথা চিন্তা করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বরুনা পঞ্চায়েতের কুশগ্রাম আদিবাসী পাড়ায় শুক্রবার বিনামূল্যে সব্জি বাজার কর্মসূচী নিয়ে হাজির হল জেলা তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতি।

কালিয়াগঞ্জের এই আদিবাসী পাড়ায় ২০০ পরিবারের হাতে ১৪ ধরনের সব্জী বিতরন করা হয়। এর সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর নির্দেশানুসারে পাড়ায় পাড়ায় শিশুদের পাঠদান কর্মসূচী পালিত হয়। করোনা মহামারিতে বিপন্ন গরীব মানুষের সঙ্গে ছাত্রছাত্রীদের জন্য তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির এই দুই মানবিক কর্মসূচীতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ, সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান, কালিয়াগঞ্জ ১ নম্বর চক্রের সভাপতি মন্টু চন্দ্র সরকার , জেলা সম্পাদক আনোয়ার আলী ও সংগঠনের নেতৃত্ব বিকাশ দেবশর্মা , তন্ময় সরকার প্রমুখ।

এদিন কালিয়াগঞ্জের আদিবাসী অধ্যুষিত কুশগ্রামে তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির এই বিনামূল্যে সবজি বাজার ও শিশুদের পাঠদান কর্মসূচী প্রসঙ্গে সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানান উত্তর দিনাজপুর জেলা জুড়ে এমন মানবিক কর্মসূচী চলছে। আজ কালিয়াগঞ্জে সংগঠনের ১ নম্বর চক্রের ব্যবস্হাপনায় এই আয়োজন হল।