অবতক খবর,ময়নাগুড়ি,২২ ফেব্রুয়ারি : রাজ্য সরকারের তরফ থেকে যেখানে দুয়ারে দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চালু হয়েছে, সেখানেই এক ব্যতিক্রমী ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ময়নাগুড়ি ব্লকের দোমোহনি ২ নং গ্রাম পঞ্চায়েতের জমপাড়া এলাকার এক প্রতিবন্ধী পরিবার।
জানা গিয়েছে, জম পাড়া এলাকার খগেন রায় দীর্ঘ প্রায় পাঁচ বছরের বেশি সময় ধরে অসুস্থ। পরিবারের আর্থিক অবস্থা স্বচ্ছল না থাকায় বিনা চিকিৎসায় মাটিতে বিছানা করে পড়ে রয়েছেন তিনি। এদিকে বাড়িতে রয়েছে তার মানসিক সমস্যা গ্রস্ত ছেলে এবং আরেক বিবাহিতা প্রতিবন্ধী মেয়ে। তার এক নয় বছরের সন্তানও রয়েছে। এদিকে বর্তমানে পরিবারে রোজগার করছেন শুধুমাত্র তার ছেলে দুলাল রায়। সেই মানসিক ভাবে সুস্থ্য নয়। এই অবস্থাতেও দিন মজুরি করে রোজগার করে কোনো রকমে সংসার চালাচ্ছেন। কিন্তু তার একজনের রোজগারে তার বাবার চিকিৎসা করতে সে ব্যর্থ। তাই সাহায্যের আর্জি জানিয়েছেন তারা।
রাজ্য সরকার যেখানে বাংলার আবাস যোজনায় পাকা ঘর তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। সেখানে একটি ছোট ভাঙা চালের ঘরেই বাস করছেন একটি পরিবারের ৪ সদস্য। ঘরের মধ্যে নেই কোন বিছানা। বাধ্য হয়ে মাটিতেই বিছানা পেতে শুতে হয় তাদের। এই অবস্থাতেও কোনরকম সরকারি সুযোগ-সুবিধা না মেলায় হতাশ পরিবারের সদস্য সহ এলাকাবাসী।