অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ “পরিচয়”, এই সংস্থার মানবিকতাই ওঁদের পরিচয়। পুজোর আগে অসহায় দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ” পরিচয় ” সংস্থার সদস্যরা । বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের পখন্না পঞ্চায়েতের গোপালপুর গ্রামে একদল যুবকের উদ্যোগে গড়ে ওঠে মানবিক সংস্থা “পরিচয় “।
অসহায়, দুঃস্থ, দরিদ্র মানুষদের হাতে পুজোর আগে নতুন বস্ত্র তুলে দিচ্ছেন তারা । অতিমারী পরিস্থিতিতে যখন গোটা বিশ্ব যখন দিশেহারা, তখন ওঁরা মানুষকে দেখাচ্ছেন স্বপ্ন। শরৎ এর প্রকৃতি, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, নদীর বুকে কাশের দোলা মানেই শারদ উৎসবের আগমনী বার্তা। তবে বর্তমান পরিস্থিতিতে তা যেন অনেকটাই ফিকে। ম্লান হয়েছে পুজোর আগমনী বার্তা। সেই অবস্থায় অনেকের কাছে দু বেলা দুটো খেয়ে বেঁচে থাকাই যখন বড় সমস্যা, তখন পুজোতে ছেলেমেয়ে এবং বাড়ির আত্মীয় স্বজনদের নতুন জামা কাপড় কেনা যেন স্বপ্ন। ওঁদের পাশে আছে ” পরিচয়”। সেই অসহায়-দুস্থ সাধারণ মানুষ গুলোর কথা চিন্তা করে এগিয়ে এসেছেন ” পরিচয় ” সংস্থার সদস্যরা । নিজেদের উদ্যোগে বড়জোড়া এলাকার সাধারণ মানুষদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে নতুন বস্ত্র । আর পুজোর আগে নতুন জামা কাপড় পেয়ে দারুণ খুশি এলাকার মানুষরা ।
তবে শুধু জামা কাপড় কিনে দেওয়াই নয়, অসহায়-দুস্থ পরিবারের ছেলেমেয়েদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই খাতা কলম স্লেট পেন্সিল। বর্তমান পরিস্থিতিতে তাঁরা দিলেন অনন্য মানবিকতার নজির। “পরিচয়” এর এই মানবিক পরিচয়ের জন্য কুর্নিশ টিম “গ্রাম বাংলা” র পক্ষ থেকে।