অবতক খবর, সংবাদদাতা, সোনারপুর  ::  তৃণমূলের প্রার্থী ঘোষনার পর তিন দিন পর আজ প্রথম নিজের বিধানসভা এলাকায় এলেন সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী অরুন্ধুতী (লাভলী) মৈত্র। এদিন সকাল ১১টা নাগাদ তিনি এসে রাজপুর বিপদতারিনী মন্দিরে পুজো দেন। এর আগেও তিনি এই মন্দিরে পুজো দিতে এলেও প্রার্থী হওয়ার পর আজই প্রথম এলেন।

সোনারপুর দক্ষিন বিধানসভা এলাকায় এই প্রথম কোনো সেলিব্রিটি বিধানসভা নির্বাচনে প্রতিদ্ধন্দ্বিতা করবেন। পুজো দেওয়ার পর কর্মীদের সাথে কথা বলেন তিনি। তিনি ঘরের মেয়ে হয়ে উঠতে চান। ভোটারদের কাছে তার আবেদন আমি তোমাদের ঘরের মেয়ে। প্রতি ঘরেই টিভি মাধ্যমে এতদিন এখানকার বাসিন্দারা দেখতেন। এবার থেকে সশরীরে দেখতে পাবে। যদিও তিনি বলেন মমতা বন্দোপাধ্যায়কে দেখে ভোট দেবেন। আমি তার সৈনিক।

অভিনয় জীবনের থেকে রাজনৈতিক জীবনে আরও বেশী মানুষের আশীর্বাদ তিনি পাবেন বলে জানান। ভারতীয় জনতা পার্টি বাংলার মেয়েদের অসন্মান করেছে, শিল্পিদের অসন্মান করেছে, বাংলা সংসস্কৃতি ও ভাষার উপর আঘাত এনেছে তার প্রতিবাদেই সক্রিয় রাজনীতি নেমেছেন। যেসমস্ত অভিনেতা -অভিনেত্রী বিজেপিতে গিয়েছেন সেটা তাদের ব্যাপার। তাদের মত বিশ্বাসঘাতক হতে পারব না বলে জানান তিনি।

বিধায়ক নির্বাচিত হলে তিনি মানুষের পাশে থাকবেন। তার উপর ভরসা রাখার কথা বলেছেন ও সুযোগ দেবার আবেদন জানিয়েছেন। স্বামী সৌম রায়কে নির্বাচন কমিশন পদ থেকে সরিয়ে দেওযায় কমিশনের এই সিদ্ধান্ত বলে জানান তিনি। তবে বিজেপি কেন এত ভয় পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তোলেন। এই ঘটনা তার মনে আরও জোর বেড়েছে। খেলা হয়েই গিয়েছে শুধুমাত্র রেজাল্টের অপেক্ষা বলে জানান তিনি। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। গতবারের থেকে ডবল ভোটে জিতবেন বলে জানান তিনি। কর্মী বৈঠকের পর তিনি কর্মীদের সাথে দেওয়াল লিখনও করেন।