অবতক খবর,১৩ ফেব্রুয়ারী,মালদা:- বিপুল পরিমাণে মাদক উদ্ধার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোররাতে কালিয়াচক থানার সাদা পোশাকের বিশেষ দল মোজমপুরের হারুচক এলাকায় আব্দুল করিম নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ।
তার বাড়ি থেকে উদ্ধার হয় ২ কেজি ৯১৫ গ্রাম ব্রাউন সুগার ও ব্রাউন সুগার তৈরীর সামগ্রী উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। গ্রেপ্তার করা হয় ছয় জনকে। ধৃতদের নাম আব্দুর রহমান, শাহিদ শেখ, আব্দুল আজিজ, শাহিদ শেখ, নাজিম আহমেদ এবং মোহাম্মদ রাসেল শেখ,। প্রত্যেকের বাড়ি কালিয়াচক থানায় মোজমপুরের হারুচক এলাকায়।
ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হবে। দশ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।