অবতক খবর :: শিলিগুড়ি ::    আজ সকালে শিলিগুড়ির বিভিন্ন এলাকাতে করোনাকে নিয়ে প্রশাসনের উদাসীনতা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন শিলিগুড়ির সাধারন মানুষ। ঘটনাটির সুত্রপাত শিলিগুড়ির ভুটিয়া মার্কেটের একটি ওষুধের দোকানকে কেন্দ্র করে,ওই ওষুধের দোকানের দুজন কর্মচারীর করোনা পজিটিভ ধরা পড়ে,সব মিলিয়ে ওই ওয়ার্ডের সব দোকানকে বন্ধ রাখবার নির্দেশ দেন। আজ সকালে ওই দোকান খুলতে আসেন ওই দোকানের অন্যান্য কর্মচারীরা,তখনই বাধা দিতে আসেন ওই এলাকার মানুষ,তখনই ঝামেলা লেগে যায় দুদলের মধ্যে,অবস্থা সামলাতে এগিয়ে আসে পুলিশ। দুপক্ষকে বুঝিয়ে আলাদা করে দেয় তারা।

স্থানীয় লোকেদের অভিযোগ সবজায়গাতে দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে,অথচ ওই দোকানের মালিক জোর করে দোকান খুলতে চাইছেন। এই ব্যাপারে প্রশাসনের কাছে হস্তক্ষেপ দাবীও করেন তারা।