অবতক খবর :: নদীয়া ::    রেল, কয়লা খনি, বীমা সহ একাধিক সরকারি সংস্থা বেসরকারী করছে কেন্দ্র, এই অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামলো বাম সহ ১০ টি শ্রমিক সংগঠন।

করোনা আবহের মধ্যেই শুক্রবার রানাঘাট পোস্ট অফিস এর সামনে অবস্থান বিক্ষোভ করলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্য ও সমর্থকরা। অভিযোগ, আত্ম নির্ভরতার নামে শ্রমিকদের স্বার্থ ও অধিকার হরণ করছে কেন্দ্র। আগামী দিনেও এই ধরণের আরও আন্দোলন হবে বলে হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।